Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার নকলের অভিযোগ


৩১ জুলাই ২০১৯ ১২:১২ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৭:১৪

বিতর্ক যেন ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির পিছু ছাড়ছে না। শুরুর দিন থেকেই বিতর্কের শুরু। বিতর্কের জেরে ছবির নামও বদলাতে হয়েছে। ‘মেন্টাল হ্যায় কেয়া’ থেকে হয়েছে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’।

অনেকে অবশ্য বলছেন, যে ছবিতে কঙ্গনা আছেন সে ছবি নিয়ে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এতোটা?


আরও পড়ুন :  বিশ্বাস করুন, আমার জীবনে কোনো কষ্ট নেই: শাবনূর


সম্প্রতি ছবির পোস্টার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ছবির একটি পোস্টারের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন হাঙ্গেরির একজন আলোকচিত্রী। ফ্লোরা বরসি নামে ওই ডিজিটাল শিল্পীর অভিযোগ, তার অনুমতি না নিয়ে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির নির্মাতারা তার তোলা ছবির মডেলের আদলে কঙ্গনার একটি ফোটোশুট করেছেন। তিনি দুটি ছবি পাশাপাশি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির পোস্টার নিয়ে আগেও আপত্তি উঠেছে। পোস্টারগুলোতে যেভাবে কঙ্গনা-রাজকুমারকে দেখানো হয়েছিল, তাতে মানসিক রোগীদের অপমান করা হচ্ছে বলে আপত্তিেউঠেছিল। এবার এলো নকলের অভিযোগ।

এ বিষয়ে অবশ্য ছবির প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা কঙ্গনার পক্ষ থেকে এখনো কোনও জবাব আসেনি।


আরও পড়ুন :  ডেঙ্গু আক্রান্ত চিত্রনায়ক আলমগীর শঙ্কামুক্ত


কঙ্গনা জাজমেন্টাল হ্যায় কেয়া নকল বলিউড রাজকুমার রাও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর