Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধু দিবসের নাটক ‘বয়েজ হোস্টেল’


১ আগস্ট ২০১৯ ১৪:২৫

আগস্ট মাসের প্রথম রোববার (৪ আগস্ট) বন্ধু দিবস। বন্ধুদের জন্য বিশেষ এই দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক বয়েজ হোস্টেল। সমকালীন তারুণ্যের বন্ধুত্ব, ভালোলাগা, দুরন্তপনার দিনযাপনের গল্পে নির্মিত হয়েছে নাটকটি।

‘বয়েজ হোস্টেল’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন আহমেদ। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, তাসনিয়া ফারিন, আনোয়ার হোসেন, তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, মনিরুল ইসলাম মনির, ফয়সাল হাসান, তুষার হাসান।

বিজ্ঞাপন

রিং আইডি’র প্রযোজনা ও অরিজিনাল কনটেন্ট হিসেবে বন্ধু দিবসে ইউটিউবে নাটকটি মুক্তি দেয়া হবে। নাটক প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, ‘এটি একটি মজার গল্প। বন্ধুদিবসের কনটেন্ট হিসেবে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এই কাজটি করতে গিয়ে আমরা প্রচুর মজা করেছি। তাই আশা করছি দর্শকরাও প্রচুর মজা পাবে।’

অন্যদিকে তাসনিয়া ফারিন বলেন, ‘এই নাটকের শুটিংয়ের সময় বৃষ্টিতে বিপাকে পড়েছিলাম। কিন্তু সেই বিপত্তি কাটিয়ে সবাই মজা করে কাজটি করেছি। আমি নিশ্চিত যে দর্শক এটি থেকে শতভাগ বিনোদন পাবে।’

ওয়েব নাটক বন্ধু দিবস বয়েজ হোস্টেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর