ডেঙ্গু সচেতনতায় রাজপথে নামলেন নাট্যশিল্পীরা
১ আগস্ট ২০১৯ ১৬:৫৯
সারাদেশে টলছে ডেঙ্গুর প্রকোপ। সাধারণ মানুষজন এই রোগটি নিয়ে তটস্থ হয়ে পড়েছে। সরকারও হিমশিম খাচ্ছে ডেঙ্গু প্রতিরোধে। ঠিক এমন পরিস্থিতিতে এবার ডেঙ্গু সচেতনতায় পথে নেমেছেন টেলিভিশেন অভিনয়শিল্পীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে অভিনয় শিল্পী সংঘের উদ্যোগে রাজধানীর উত্তরায় দুই দফায় জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, শর্মিলী আহমেদ, দিলারা জামান, সাবেরী আলম, নাদিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, লুৎফর রহমান জর্জ, এফ এস নাঈম আরও অনেকে।
শহীদুজ্জামান সেলিম জনসচেতনতামূলক কর্মসূচি প্রসঙ্গে বলেন, ‘আমরা জানি ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়েছে। মানুষ ঘাবড়ে যাচ্ছে। সরকার চেষ্টা করছে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে। সরকারের পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে।’
আহসান হাবীব নাসিমও সুর মেলান শহীদুজ্জামান সেলিমের কথার সাথে। তিনি বলেন, ‘ডেঙ্গু রোধে সবার আগে নিজেদের সচেতন থাকতে হবে। ঘরের আশেপাশের ময়লা আবর্জনা, জমে থাকা পানি পরিস্কার করে ফেলতে হবে। সবার প্রচেষ্টাই পারে ডেঙ্গুকে নির্মুল করতে।’