Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনের কোলে এক টুকরো চাঁদ!


৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৫

সন্তান কোলে হাসিন, সঙ্গে স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট

ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন রওশন টিভি নাটকে বেশ ভালোই এগোচ্ছিলেন। তার পথচলার ধারাবাহিকতায় ছন্দপতন ঘটে গত বছর। অভিনয় ছাড়ার ঘোষণা দেন। এরপর মিডিয়ার গন্ডিতে তার দেখা মেলেনি। কেন অভিনয় ছেড়েছিলেন- সেটা ওই সময় স্পষ্ট না করলেও কারণ স্পষ্ট হলো এতোদিন পর। খবর এলো- সন্তানের মা হয়েছেন হাসিন।

গত রবিবার তার কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। ওইদিন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সকাল ৯টা ১০ মিনিটে সন্তানের জন্ম দেন হাসিন। ছেলের নাম রাখা হয়েছে উযায়ের মাইন। মা এবং সন্তান দু’জনই সুস্থ আছেন। নবজাতকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন হাসিন এবং তার স্বামী মারুফুল ইসলাম ঝলক।

কেবিএন

হাসিন