Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিল ছবির হিন্দি রিমেকে আমির-সাইফ


২ আগস্ট ২০১৯ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির খান ও সাইফ আলী খান ভক্তদের জন্য সুখবর। আবারও একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারা। তামিল ছবি ‘বিক্রম ভেদা’র হিন্দি রিমেক হচ্ছে। আর এই ছবিতে অভিনয় করবেন দুই খান।

সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, হিন্দি সংস্করণে ছবির নাম পরিবর্তন হচ্ছে না। তবে পরিবর্তন হচ্ছে অভিনয়শিল্পী। ছবিতে কেন্দ্রিয় প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আমির খান ও সাইফ আলী খান।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আমির খান এই ছবিতে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হবেন। সাইফ আলী খান অভিনয় করবেন পুলিশ অফিসারের চরিত্রে।

জানা গেছে, ছবিতে অভিনয়েল ব্যাপারে আমির খান ও সাইফ আলী খান রাজি হয়েছেন। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন গায়ত্রী ও পুষ্কর। তামিল ছবিটির পরিচালকও তারা ছিলেন। ‘বিক্রম ভেদা’ ২০১৭ সালে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি রেকর্ড ৬০০ মিলিয়ন রুপি আয় করে।

বিজ্ঞাপন

এদিকে আগামী ২০২০ সালের মার্চে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। এটি প্রযোজনা করবেন নীরাজ পান্ডে। এখন ছবির প্রাক প্রস্তুতির কাজ চলছে।

আমির খান বিক্রম ভেদা সাইফ আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর