Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইশে শ্রাবণ স্মরণে ‘সমুখে শান্তি পারাবার’


৩ আগস্ট ২০১৯ ১১:১৭

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ বার্ষিকী (বাইশে শ্রাবণ) উপলক্ষে শুক্রবার (২ আগস্ট) থেকে শুরু হয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে ‘সমুখে শান্তি পারাবার’ শিরোনামে গানে গানে রবীন্দ্রস্মরণানুষ্ঠান। রাজধানীর শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে চলছে দুইদিনের এই আয়োজন।

উদ্বোধনী দিনের আয়োজনের শুরুতেই দেশের প্রখ্যাত সঙ্গীতগুরু ও বাংলা খেয়ালের স্রষ্টা ড. আজাদ রহমানকে ‘রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা স্মারক সম্মাননা’ তুলে দেওয়া হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকীতে এ সম্মাননা দেওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

আজাদ রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দুই দিনের রবীন্দ্র স্মরণানুষ্ঠানের উদ্বোধক বরেণ্য সাংবাদিক কামাল লোহানী। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মকবুল হোসেন। সভাপতির বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ও কণ্ঠশিল্পী তপন মাহমুদ। এর আগে আজাদ রহমানকে নিয়ে লেখা শ্রদ্ধাঞ্জলি স্তুতি পাঠ করেন তপন মাহমুদ।

‘সমুখে শান্তি পারাবার’ শ্লোগান ধারণ করে দুইদিনের স্মরণানুষ্ঠানের প্রথম দিনের সূচনা হয় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর প্রথম দিনের আয়োজনে সংস্থার অর্ধশতাধিক শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন। ছিল বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি শিল্পীর কণ্ঠে গান ও কবিতা আবৃত্তি।

প্রথম দিনে একক পরিবেশনায় অংশ নেন- শিল্পী সালমা আকবর, দীপা চৌধুরী, রাবিতা সাবাহ, সীমা সরকার, মাহজাবীন রহিম মৈত্রী, মিতা দে, তনুশ্রী ভট্টাচার্য, আঁখি হালদার, মীরা মণ্ডল, সুবাহ আকবর, সুমা রায়, রুমঝুম বিজয়া রিসিল, সাজেদ আকবর, গোলাম হায়দার, জয়ন্ত আচার্য্য, শফিকুর রহমান, বিষ্ণু মণ্ডল, নকুল চন্দ্র দাস, জীবন চৌধুরী, মতিউর রহমান, অভিক দে, আবদুর রশিদ, কাজল মুখার্জি, সাগরিকা জামালী, রমা মণ্ডল, খোকন দাস, বনানী দত্ত, তন্বী সাহা।

বিজ্ঞাপন

শিল্পীরা পরিবেশন করেন- আমার নিশীথ রাতের বাদল ধারা, মাঝে মাঝে তব দেখা পাই, তোমার অসীমে প্রাণমন লয়ে, তুমি নব নব রূপে এসো, নয়ন তোমারে পায় না দেখিতে, আমার প্রাণের পরে, কতোবার ভেবেছিনু, নিবিড় ঘন আঁধারে, জীবন মরণের সীমানা, শ্রাবণ বরিষণ পার হয়ে, দিনগুলি মোর সোনার খাঁচায়, ভরা থাক স্মৃতির সুধায়, ওগো তুমি পঞ্চদশী, আসা যাওয়ার পথের ধারে, পথের শেষ কোথায়, মাটির বুকের মাঝে, আমার এ পথ চাওয়াতেই আনন্দ, আমি বন্ধু বাসনায়, লহো লহো তুমি লহো, আমার যাবার বেলায়সহ আরও কিছু গান।

দ্বিতীয় ও সমাপনী দিন শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী তপন মাহমুদ, বুলা মাহমুদ, পীযুষ বড়ুয়া, প্রমোদ দত্ত, মাখল হাওলাদার, মহাদেব ঘোষ, মামুন জাহিদ খান, তানজিমা তমা, সর্ব্বানী চক্রবর্তী, অনিন্দিতা রায়, লিলি ইসলাম, রমা বাড়ৈ, কনক খান, নির্ঝর চৌধুরীসহ আরও অনেকে। এদিনও অনুষ্ঠানের সূচনা হয়ে সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

অভিক দে আঁখি হালদার আবদুর রশিদ কাজল মুখার্জি কামাল লোহানী খোকন দাস গোলাম হায়দার জয়ন্ত আচার্য্য জীবন চৌধুরী তনুশ্রী ভট্টাচার্য তন্বী সাহা তপন মাহমুদ দীপা চৌধুরী নকুল চন্দ্র দাস বনানী দত্ত বাইশে শ্রাবণ বিষ্ণু মণ্ডল মতিউর রহমান মাহজাবীন রহিম মৈত্রী মিতা দে মীরা মণ্ডল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা রমা মণ্ডল রাবিতা সাবাহ রুমঝুম বিজয়া রিসিল লমা আকবর শফিকুর রহমান সমুখে শান্তি পারাবার সাগরিকা জামালী সাজেদ আকবর সীমা সরকার সুবাহ আকবর সুমা রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর