Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৯-এর বড়দিন ভাইজানের দখলে


৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ভাইজান বলে কথা। সিনেমা মুক্তির দিন হিসেবে তাই গুরুত্বপূর্ণ দিনগুলো তার দখলে। ঈদ ও বড়দিন- দুই বড় উৎসবেই থাকবে বলিউড ভাইজান সালমান খানের দখলে। একই সঙ্গে ঘোষণা এসেছে ‘কিক’ সিনেমার সিক্যুয়াল নির্মাণের। আর ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের ক্রিসমাসে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ‘কিক’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল টুইটারে এ ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি লিখেছে, ‘অপেক্ষার পালা শেষ হলো। ডেভিল ইজ ব্যাক। সাজিদ নাদিয়াদওয়ালার ‘কিক টু’ আসছে ২০১৯-এর বড়দিন মাতাতে।’

২০১৪ সালে মুক্তি পায় ‘কিক’। ছবিতে ছিলেন সালমান খান, রনদিপ হুদা, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটি ২০০৯ সালে তেলেগু ছবি ‘কিক’ ও তামিল সিনেমা ‘থিলালাগান্দি’ ছবির অফিসিয়াল রিমেক।

‘কিক টু’ ছাড়াও ২০১৯-এর ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত সিনেমা ‘ভারত’। একই বছরে দুই ধামাকা নিয়ে অপেক্ষা করছেন সালমান। আর ছবিগুলো দেখতে অপেক্ষায় ভক্তরা। ব্যবসায়ীরা শুরু করেছেন লাভের সমিকরণ।

সারাবাংলা/পিএ/টিএস

কিক টু সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর