Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের পর প্রথম ছবিতে পাওলি


৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বিয়ে হলো। শেষ হলো মধুচন্দ্রিমাও। এবার তাহলে কাজে ফেরার পালা। অভিনেত্রী পাওলি দাম ফিরছেন নতুন সিনেমা নিয়ে। ছবির নাম ‘আহারে মন’।

সিনেমার নাম অবশ্য আগেই জানা গিয়েছিলো। তবে তখন পর্যন্ত পাওলির অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত ছিলো না। অবশেষে পরিচালক প্রতীম ডি গুপ্ত জানালেন তার সিনেমা দিয়েই ফিরছেন পাওলি।

এই অভিনেত্রী ছাড়াও ‘আহারে মন’ ছবিতে রয়েছেন অঞ্জন দত্ত, মমতা শংকর, ঋত্ত্বিক চক্রবর্তী, পার্ণো মিত্র। ছবিতে লাইফ অব পাই খ্যাত অভিনেতা আদিল হুসেনকে দেখা যাবে একটি বিশেষ ভূমিকায়।

‘আহারে মন’ এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প। মূলত, চারটি প্রেমের গল্প নিয়েই এগোবে এই ছবি। প্রথম জুটি অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। তাদের একটা অতীত আছে। ছবিতে মানসিকভাবে দু’জনেই খুব একা হিসেবে উপস্থাপন করা হবে। ছবির দ্বিতীয় জুটি ঋত্বিক চক্রবর্তী ও পার্ণো মিত্র। ছবির আর এক জুটি আদিল হোসেন ও পাওলি দাম। ছবিতে রয়েছেন চিত্রাঙ্গদা চক্রবর্তী। টলিউডে এটিই চিত্রাঙ্গদার প্রথম কাজ।

বিজ্ঞাপন

পরিচালক প্রতীম ডি গুপ্তর এটি চতুর্থ সিনেমা। এর আগে তিনি ‘পাঁচ অধ্যায়’, ‘সাহেব বিবি গোলাম’ এবং ‘মাছের ঝোল’ শিরোনামে তিনটি ছবি নির্মাণ করেছেন।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর