Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ঈদেও আছেন হুমায়ূন আহমেদ


১১ আগস্ট ২০১৯ ১৭:৩৪

যখন ছিলেন তখন তার নাটকই ছিল ঈদ বিনোদনের অন্যতম অংশ। এখন তিনি নেই তারপরও তার লেখা হয়ে আছে আমাদের বিনোদনের অন্যতম অনুসঙ্গ। হুম, বলা হচ্ছে বাংলা সাহিত্যের জনপ্রিয়তম লেখক, নাট্যকার হুমায়ূন আহমেদের কথা। এবারের ঈদেও হুমায়ূন আহমেদের সাতটি নাটক প্রচারিত হবে। আগে প্রচারিত তুমুল জনপ্রিয় নাটকগুলো ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।

এর আগে নাটবগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হলেও এবার ধারাবাহিকভাবে একটি চ্যানেলেই প্রচারিত হবে। ফলে দর্শকরা তাদের পছন্দের লেখকের জনপ্রিয় নাটকগুলো এক পর্দায় দেখতে পাবেন।

বিজ্ঞাপন

‘গ্রামীণফোন এক্সক্লুসিভ’ নামের এ আসরে ঈদের দিন দেখানো হবে নাটক ‘বুয়া বিলাস’, ঈদের পরদিন নাটক ‘মহান চিকিৎসক ওয়াং পি’, ঈদের ৩য় দিন নাটক ‘আমরা তিনজন’, ঈদের ৪র্থ দিন নাটক ‘চার দুকোনে চার’, ঈদের ৫ম দিন প্রচারিত হবে ‘জলে ভাসা পদ্ম’, ঈদের ৬ষ্ঠ দিন নাটক ‘মীরার দিন রাত্রী’ এবং ঈদের ৭ম দিন একই সময়ে রয়েছে নাটক ‘রহস্য’।

নাটকগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায়, এজাজুল ইসলাম, আলমগীর, আমীরুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, চ্যালেঞ্জার, মীম, জামনুন মিজান, নাজনীন নাজ, ফারুক আহমেদ, মাসুম আজিজ, সালেহ আহমেদ, গাজী রাকায়েত। আরও দেখা যাবে শামীম শাহেদ, শম্পা, মুনমুন, বাঁধন, পুতুল কমল, সুরুভী, তুফান, মিঠু, শাওন, অরিন, আঁচল, কনা, মাসুদ আখন্দ, এহসানুর রহমানসহ অনেককে।

৭ নাটক ঈদ চ্যানেল আই নাটক হুমায়ূন আহমেদ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর