Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দাবাং থ্রি’র শুটিংয়ে যোগ দিলেন সোনাক্ষী সিনহা


১৫ আগস্ট ২০১৯ ১৩:৩৬ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ১৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরটা বেশ ভালো যাচ্ছে সোনাক্ষী সিনহার। ইতিমধ্যে তার দুটি ছবি মুক্তি পেয়েছে চলতি বছরে। একটি ‘কলঙ্ক’, অন্যটি ‘খানদানি শাফাখানা’। এছাড়া তার ‘মিশন মঙ্গল’ ছবিটিও মুক্তি  পেয়েছে ভারতের স্বাধীনতা দিবস, ১৫ আগস্টে।

ছবিটি মুক্তির আগে প্রচারণা নিয়ে সোনাক্ষী বেশ ব্যস্ত ছিলেন। কিন্তু প্রচারণা ভালোভাবে করতে পারেননি। প্রচারণা মোটামুটিভাবে শেষ করে উড়াল দিয়েছেন জয়পুরে। সেখানে তিনি অংশ নেবেন ‘দাবাং থ্রি’ ছবির শুটিংয়ে।

বিশেষ সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, কিছুদিন আগে সোনক্ষী ‘খানদানি’ শাফাখানা’ ছরি প্রচারণা করছিলেন। এছাড়া তিনি মুক্তিপ্রতীক্ষিত ‘মিশন মঙ্গল’ ছবির প্রচারণাও করেছেন। কিন্তু তিনি আগে থেকেই ‘দাবাং থ্রি’র শুটিংয়ের শিডিউল দিয়ে রেখেছিলেন। যার কারণে, তিনি জয়পুরে উড়াল দিয়েছেন ছবির শুটিংয়ের জন্য। ছবির তৃতীয় লটের শুটিং হবে জয়পুরে। সালমান খান ও সোনাক্ষী অংশ নেবেন শুটিংয়ে।

বিজ্ঞাপন

‘মিশন মঙ্গল’ ছবিতে সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু, কৃতী কুলহারীসহ আরও অনেকে।

দাবাং থ্রি সোনাক্ষী সিনহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর