Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন চেয়েছেন আদালত


৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন চেয়েছেন আদালত। বুধবার দুপুরে হবিগঞ্জের আমলী আদালতের জেষ্ঠ্য বিচারিক হাকিম সম্পা জাহান মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেন।

শাকিব খান ছাড়াও ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদও এই মামলার বিবাদী।

‘রাজনীতি’ ছবিতে অনুমতি ছাড়া এক ব্যক্তির মোবাইল নম্বর ব্যবহার করায় অভিযুক্তদের বিরুদ্ধে গত বছরের ২৯ অক্টোবর প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করা হয়। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক ইজাজুল মিয়া এই মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এরপর আদালত গোয়েন্দা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত আদালতে প্রতিবেদন দাখিল করেনি পুলিশ।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর