Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিনেই হিট ‘মিশন মঙ্গল’


১৬ আগস্ট ২০১৯ ১৩:৩৬

বক্স অফিসে শুরুটা দারুণ করলেন অক্ষয় কুমার। গতকাল ১৫ আগস্ট মুক্তি পাওয়া ‘মিশন মঙ্গল’ ছবিটি প্রথম দিনে আয় করেছে ২৯ কোটি ১৬ লাখ রুপি। যা পেছনে ফেলেছে গত বছর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘গোল্ড’ সিনেমাটিকে। প্রথম দিনে ‘গোল্ড’ আয় করেছিল ২৫ কোটি ২৫ লাখ রুপি।

বলিউড বক্স অফিস জানিয়েছে, চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনের আয়ের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে ‘মিশন মঙ্গল’। প্রথম ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ‘ভারত’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’।

বিজ্ঞাপন

এদিকে মুক্তির আগেই ‘মিশন মঙ্গল’ অগ্রিম বুকিং থেকে আয় করেছে ১৫ কোটি রুপি। সব মিলিয়ে ছবিটি ৩১০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে। প্রদর্শিত হয়েছে ১০৫০০ বার।

ইসরোর মঙ্গল অভিযান নিয়ে তৈরি মিশন মঙ্গল সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসি পান্নু, নিত্যা মেনন, সোনাক্ষি সিনহা, কৃতি কুলহারি।

জগন শক্তি পরিচালিত ‘মিশন মঙ্গল’ নির্মাণে খরচ হয়েছে মাত্র ৩২ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে ছবি শতকোটি ক্লাবের ঘরে ঢুকে পড়বে।

বক্স অফিস মিশন মঙ্গল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর