এবার পাকিস্তানে নিষিদ্ধ হলো ভারতীয় বিজ্ঞাপন
১৬ আগস্ট ২০১৯ ১৪:৩০
কাশ্মীর উপত্যকা নিয়ে ভারত ও পাকিস্তান দ্বন্দ্ব চরমে। জম্মু কাশ্মীরের স্বায়ত্ব শাসন তুলে নেয়ায় ক্ষুব্দ পাকিস্তান। তাই ভারতের সাথে বানিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। শুধু তাই নয়, সম্প্রতি বলিউড সিনেমাও নিষিদ্ধ করেছে পাক সরকার।
সেই ধারাবাহিকতায়, এবার পাক সরকার পাকিস্তানি টেলিভিশনে ভারতীয় শিল্পী আছে এমন বিজ্ঞাপন নিষিদ্ধ করলো। ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন পাকিস্তানের ‘মিডিয়া রেগুলেটরি অথরিটি’ জানিয়ে দিয়েছে , যেসব বিজ্ঞাপনে ভারতীয় চিত্রতারকার মুখ দেখা যাবে, সেসব বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে।
এছাড়া ইতিমধ্যে ভারতীয় বিজ্ঞাপনও নিষিদ্ধ হয়ে গিয়েছে পাকিস্তানে। নিষিদ্ধ হয়েছে, ডেল, সানসিল্ক শ্যাম্পু, সার্ফ এক্সেল পাউডার, ফগ বডি স্প্রের মতো একাধিক ভারতীয় পণ্যের বিজ্ঞাপন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে ৩৭০ ধারা। আর এই ধারা তুলে নেওয়ার পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে।