Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করণ জোহরের বায়োপিক ‘দ্য গে’! ট্রোলড জোহরের উত্তর


১৯ আগস্ট ২০১৯ ১৪:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেড়ে ঝগড়া করার জন্য রোববারের (১৮ আগস্ট) সকালকেই বেছে নিলেন করণ জোহর সাংবাদিক রাজীব মাসন্দ টুইটে সকালে জানান, করণ জোহর সাক্ষাৎকার দেবেন আজ। সেখানে তার আগামী ছবি তখত, স্বজনপোষণ এবং আরও অনেককিছু নিয়ে বলবেন তিনি। সঙ্গে সঙ্গে এক টুইটারে টিপ্পনি- করণের ওপর তৈরি হতে চলা নতুন ছবি করণ জোহর: দ্য গে নিয়েও বলবেন।

ব্যস, লেগে গেল বাগযুদ্ধ। এই মন্তব্য লুফে নিয়ে করণ জবাব দেন-আপনি সত্যিই আদর্শ। আজ সকালে আপনার মতো সুবক্তা আর আমি পাইনি। এতদিন কোথায় লুকিয়ে ছিলেন!’ করণ মুখ খুলতেই সেই পোস্ট মুছে দেন সেই টিপ্পনিকারী।

প্রসঙ্গত, ২০১৬-য় করণ জোহর এনডিটিভি’র কমেন্ট সেকশনে লিখেছিলেন, আমি ট্রোলিংয়ের এই ধাপগুলো পেরিয়ে এসেছি। এখন আমার মজাই লাগে এসব পড়ে। খারাপ লাগে ওদের ছোট মন দেখে। আমি সমকামী শব্দটিকে মোটেই খারাপ ভাবি না।

বিজ্ঞাপন

আগামী দিনে মাল্টি স্টারার ছবি প্রযোজনা করতে দেখা যাবে করণ জোহরকে। তালিকায়-ব্রহ্মাস্ত্র, গুড নিউজ, ড্রাইভ। নিজে পরিচালনা করছেন ‘তখত’। যেখানে অভিনয় করতে দেখা যাবে করিনা কাপুর, রণভীর সিং, আলিয়া ভাট, ভিকি কুশল, ভূমি পেডনেকর, অনিল কাপুর।

তথ্যসূত্র: এনডিভি

করণ জোহর ট্রলড সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর