‘গ্রেনেড হাতে জয়ার হাসি মনে থাকবে’
৬ ডিসেম্বর ২০১৭ ১৯:১৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০১৭ ১৯:২৪
মুক্তিযুদ্ধ নিয়ে আমার সবচেয়ে প্রিয় ছবি ‘গেরিলা’। আমি নিজেও জড়িত ছিলাম এই ছবির সঙ্গে, যে কারণে ছবিটি নিয়ে আমার আলাদা আবেগ কাজ করে। এছাড়া সিনেমাতে যে গল্পটা দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, বাঙালীর মুক্তির সংগ্রামকে যেভাবে দৃশ্যায়ন করা হয়েছে সেই পুরো ব্যাপারটি আমার ভালো লেগেছে।
গল্পটা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ থেকে নেয়া। এসব কারণেই যতোবার মুক্তিযুদ্ধের কথা আসবে ততোবারই আমি ‘গেরিলা’ ছবির কথা বলবো।
এই সিনেমার অনেকগুলো দৃশ্য আমার চোখে লেগে আছে। একটা ছিলো পুরনো ঢাকায় পাকিস্তানি বাহিনীর অপারেশনের দৃশ্য। এর চিত্রায়ন কখনোই ভুলবো না। সোনারগাঁও-এর পানাম নগরে সেট বানিয়ে আমরা দৃশ্যটি ধারণ করেছিলাম। এটি বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটে অনেক বড় একটি ব্যাপার ছিলো।
আরেকটা দৃশ্যে দেখা যায় হাতি কাদার মধ্যে ডুবে যায়। সেটির কথা বলবো। শেষ দৃশ্যে গ্রেনেড হাতে নিয়ে জয়ার মুচকি হাসিটাও মনে থাকবে অনেকদিন। আমি যদি নিজে কখনো মুক্তিযুদ্ধের ছবি বানাই তবে এমন সিনেমাই বানানোর চেষ্টা করবো।
সারাবাংলা/তুসা/কেবিএন