Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেষের চিঠি’ লিখলেন মৌসুমী হামিদ


৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৮

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

জমিদারি তো শেষ হয়েছে। কিন্তু জমিদারি লেবাসটা রয়ে গেছে অনেকের। প্রণব সেন তেমন এক জমিদার। এখন তার বৈভব-বিত্ত কিছুই নেই। শুধু আছে জমিদারি ভাবখানা।

প্রণব সেনের এমন অবস্থা যে, জীবন-যাপন করতে হচ্ছে ঋণের টাকা দিয়ে। গ্রামের নব্য পয়সাওয়ালার কাছে বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছেন তিনি। শর্ত আছে, টাকা ফেরত দিতে না পারলে জমিদারের মেয়েকে বিয়ে দিতে হবে পাওনাদারের ছেলের সঙ্গে।

শেষ চিঠি নাটকের দৃশ্যে মৌসুমী হামিদ

জমিদারের মেয়ে অদীতি। সুন্দরী, শিক্ষিত। অদীতির সঙ্গে হঠাৎ করে জড়িয়ে যায় একটি নাম। প্রদীপ মুখার্জি। কিন্তু পরিস্থিতির কাছে মৃত্যু হয় স্যত্যের।

পরিস্থিতি সামলাতে চিঠি লিখতে হয় অদীতির। আর সেটি হয় অদীতির শেষ চিঠি।

শেষ চিঠি নাটকের দৃশ্যে শ্যমল মওলা ও মৌসুমী হামিদ

এভাবেই এক গল্প সাজিয়েছেন লিব্রত কুমার। আর গল্পটি ফ্রেমে বন্দি করছেন আল আমীন বিপ্লব। জমিদার প্রণব সেনের চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, প্রদিপ চরিত্রে শ্যমল মওলা। আর অদীতি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ।

শিগগিরই কোনো বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

সারাবাংলা/পিএ

মৌসুমী হামিদ শেষ চিঠি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর