মুক্তিতে প্রস্তুত ‘নূর জাহান’
৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৩
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
পূর্ব ঘোষিত মুক্তির দিন ছিল ১৬ ফেব্রুয়ারি। সেই দিনেই মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূর জাহান’। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সেন্সরে প্রদর্শিত হয়েছে ছবিটি। সংলাপের ছোট একটি অংশ কেটে ফেলতে বলেছে সেন্সর বোর্ড।
রোববারেই সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে যাবে ছবিটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০১৭ সালে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণে অনিয়ম ঠেকানোর আন্দোলনের পর ‘নূর জাহান’ প্রথম যৌথ প্রযোজনার সিনেমা, যেটি মুক্তি পাচ্ছে। যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটির দেখা প্রথম সিনেমাও এটি।
ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দেশের অভিনেত্রী পূজা চেরি ও কলকাতার অভিনেতা আদৃত। সিনেমার প্রচারণায় দুজনেই এখন কলকাতায়। রোববার (১১ ফেব্রুয়ারি) দুজনেই ঢাকায় আসবে বলে জানিয়েছে প্রযোজনা সূত্র।
বাংলাদেশে ছবিটি মুক্তি পেতে পারে ৪০টি প্রেক্ষাগৃহে। তবে কলকাতায় শতাধিক হলে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও কলকাতায় একই দিনে মুক্তি পাবে ছবিটি।
জাজ মাল্টিমিডিয়া এবং শ্রীভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি।
সারাবাংলা/পিএ