Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোথায় দেখবেন ভালো থেকো?


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে শুভ-তানহা জুটির প্রথম সিনেমা ‘ভালো থেকো’! ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। সারাদেশে পঁচাশিটি হলে দেখা যাবে ছবিটি।

ঢাকার দর্শকরা ছবিটি দেখতে পাবেন সতেরটি সিনেমা হলে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেমা হল, শ্যামলী সিনেমা হল, মধুমতী সিনেমা হল, সনি সিনেমা হল।

‘ভালো থেকো’ ছবিটি নিয়ে নায়ক আরেফিন শুভ অনেক আশাবাদী। তিনি মনে করেন, এই বছরের প্রথম হিট সিনেমার তকমা পাবে ছবিটি। শুভ বলেন, ‘ছবির গল্পটি বেশ সুন্দর, সবাই অভিনয়ও করেছেন বেশ সাবলীল ভাবে। হিট না হলে ছবিটির প্রতি অবিচার করা হবে।’

বিজ্ঞাপন

‘ভালো থেকো’ নায়িকা তানহা তাসনিয়ার ক্যারিয়ারের তৃতীয় ছবি। ছবিটি তার ক্যারিয়ারের জন্য বেশ গরুত্বপূর্ণ। কারণ একবছর পর সিনেমা হলে কোনো ছবি মুক্তি পাচ্ছে এই নায়িকার।

২০১৬ সালের শুরুর দিকে ‘ভোলা যায় না তারে’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তানহা তাসনিয়া। একই বছরের ডিসেম্বরে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় ছবি ‘ধূমকেতু’।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর