Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিল্পবাড়ী’র অর্ধশতক


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৮

স্টাফ করেসপনডেন্ট :

জীবন ও শিল্প-সাহিত্যের কোন বিষয়গুলো আলাদা? শিল্প কি মানুষকে এমন কোনো অভিজ্ঞতা দেয়, প্রাত্যহিক জীবনে যার কোনো অস্তিত্ব নেই? কিংবা জীবন চলার পথে বিশেষ ভুমিকা পালন করে? শিল্প কি ব্যতিক্রমী কোনো বিষয় যার জ্ঞান ব্যতিক্রমী প্রক্রিয়াতেই মানুষ লাভ করে থাকে? ইত্যাদি নানা বিষয় নিয়ে জিটিভির শিল্প-সাহিত্যের নিয়মিত অনুষ্ঠান ‘শিল্পবাড়ী’। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করে বিশিষ্ট কবি-সাহিত্যিক উপস্থিত থেকে আলোচনা করেন শিল্প-সাহিত্যের বিভিন্ন অজানা দিক নিয়ে।
হাঁটিহাঁটি পা পা করে অনুষ্ঠানটি পার করেছে ৪৯টি পর্ব। আজ (শনিবার) প্রচারিত হবে ‘শিল্পবাড়ী’র ৫০তম পর্ব।

বিজ্ঞাপন

শিল্পবাড়ি অনুষ্ঠানের বিশেষ এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলা ভাষার অন্যতম লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক এবং বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে তিনি জীবনের নানা ঘটনা, দূর্ঘটনা, হাসি-আনন্দ আর বেদনার কথা বলবেন। সাহিত্যিক মনি হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কবি আদিত্য নজরুল।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর