Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুষ্ঠানিক ছাড়পত্র পেলো ‍নূরজাহান


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

সবকিছু আগে থেকেই ঠিকঠাক ছিল। বাকী ছিল কেবল সেন্সর ছাড়পত্র। সেটিও পেয়ে গেলো ‘নূরজাহান’। পূর্ব ঘোষিত মুক্তির দিন ১৬ ফেব্রুয়ারিতেই হলে যাচ্ছে যৌথ প্রযোজনার এই  ছবি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সেন্সরে প্রদর্শিত হয়েছে পূজা-অদ্রিত অভিনীত ‘নূরজাহান’। সংলাপের ছোট একটি অংশ কেটে ফেলার শর্তে ছবিটিকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। যৌথ প্রযোজনার নতুন নীতিমালা ঘোষিত হওয়ার পর প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘নূরজাহান’।

জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেছেন, ‘আসছে ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। ছবিটি প্রদর্শনের জন্য হলগুলো প্রস্তুত রয়েছে।’

বিজ্ঞাপন

দুই কিশোর কিশোরীর হৃদয় ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নুরজাহান’। ছবিটি নির্মাণ করেছেন কলকাতার অভিমন্যু মুখোপাধ্যায় ও বাংলাদেশের আব্দুল আজিজ। সিনেমার কাহিনী লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু ও অভিমন্যু মুখার্জি।

বাংলাদেশের মতো কলকাতায়ও শতাধিক হলে ছবিটি মুক্তি পাবে নূরজাহান। বাংলাদেশ ও কলকাতায় দর্শকেরা একই দিনে দেখবে ছবিটি।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর