Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদীকে নিয়ে ছবি তৈরির হিরিক


১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোহে আচ্ছন্ন বলিউড। গতকাল (১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার) ছিল তার জন্মদিন। এদিন প্রকাশ্যেে এসেছে মোদীকে নিয়ে তৈরি হওয়া নতুন আরেক ছবিট পোস্টার। ছবির নাম ‘মন বৈরাগী’। দক্ষিনী তারকা প্রভাস আর অক্ষয় কুমার ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

বলা বাহুল্য, এই ছবিতেও প্রধানমন্ত্রীর বিজয়গাথা তুলে ধরা হবে। ছবির প্রযোজক সঞ্জয় লীলা বানশালী ও মহাবীর জৈন। পরিচালনা করছেন সঞ্জয় ত্রিপাঠী।

বিজ্ঞাপন

মজার বিষয় হচ্ছে ‘পদ্মাবত’-এর সময়ে রাজপুত করণী সেনার দাপটে হয়রানির মুখে পড়তে হয়েছিল পরিচালক বানশালীকে। সেসময় চাপের মুখে তিনি ছবির প্লট বদলাতে বাধ্য হন। তবে সরকারি তরফে সাহায্য পাননি। সেই পরিচালকই আবার নরেন্দ্র মোদীর ছবির প্রযোজক!

উল্লেখ্য এ বছরই মুক্তি পেয়েছে নরেন্দ্র মোদীর জীবনীভিত্তিক ছবি ‘পি এম নরেন্দ্র মোদী’। ছবির পরিচালক ওমঙ্গ কুমারের।

ছবি নরেন্দ্র মোদী বলিউড সঞ্জয় লীলা বানশালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর