Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনুদ্ধারণীয়’ নাটক নিয়ে প্রথমবার মঞ্চে উঠছে ‘অনুস্বর’


২০ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৯

চলতি বছরের জুলাই মাসে নাট্যাঙ্গনে পথচলা শুরু করে নতুন নাট্যদল অনুস্বর। এবার দলটি মঞ্চে নিয়ে আসছে প্রথম প্রযোজনা ‘অনুদ্ধারণীয়’। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। ‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প। দুটি প্রধান চরিত্র কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী।

বিজ্ঞাপন

নাটকটিতে অভিনয় করবেন মোহাম্মদ বারী, মাজিদুল মিঠু, মাহফুজ সুমন, সরকার জামান, এস আর সম্পদ, মোহাম্মদ রাকিব, আকিব বাবু, রুবেল অরভিল, ফরিদা লিমা, শাহনাজ জাহান।

মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক মানবিক সমাজ আর সুন্দরের আরাধনা অনুস্বরের স্বপ্ন। এ স্বপ্ন প্রকৃত অর্থে মানুষেরই। অনুস্বরের নাট্যচর্চায় মানুষই মূখ্য।

অনুদ্ধারণীয় অনুস্বর মঞ্চ নাটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর