Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে অস্কারে যাচ্ছে ‘গালি বয়’


২২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯২তম অস্কারে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারত থেকে জায়গা করে নিয়েছে জয়া আখতারের ‘গালি বয়’। ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিংহ আর আলিয়া ভাট। ‘গালি বয়’ ছাড়াও শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মবিভাগে জায়গা করে নিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের বেশ কিছু ছবি। এরমধ্যে আছে ইরানের ‘ফাইন্ডিং ফারিদে’, জাপানের ‘ওয়েদারিং উইদ ইউ’, বাংলাদেশের ‘আলফা’।

মুম্বাইয়ের একটি বস্তির এক র‍্যাপ পাগল ছেলের স্বপ্নপূরণের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গালি বয়’। চলতি বছরের ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিলো ছবিটি। ছবিতে রণবীর সিং এবং আলিয়ার অসাধারণ অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। একইসঙ্গে ভারত জুড়ে প্রশংসিত হয় ছবিটি।

বিজ্ঞাপন

ভারতের পর এবার স্থান, কাল সীমানা ছাড়ানোর পালা। ‘গালি বয়’ যাচ্ছে অস্কারে। ২০২০-এর ৯ ফেব্রুয়ারি লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার।

অস্কার আলিয়া ভাট গালি বয় জয়া আখতার বলিউড রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর