Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংগীতের জমকালো আয়োজনে সিনেমার ঘোষণা


২২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫০

ভালোবাসা ও গানে বিশ্বময় শান্তি ছড়িয়ে দেয়ার শপথ ও আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো ‘মিউজিক ফর পিস কনসার্ট’। শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে কৈলাশ খেরের সুফিবাদী গান, অদিতি সিং শর্মার আসর মাতানো পারফর্মেন্সের সঙ্গে ছিল তাপসের লালন-হাছনের অমিয় বাণী।

জনপ্রিয় উপস্থাপিকা শিনা চৌহানের উপস্থাপনায় কনসার্টের শুরুতেই প্রদর্শিত হয় ‘উইন্ড অফ চেঞ্জ’-এর ‘মিউজিক ফর পিস’ স্লোগানের স্বপক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিখ্যাত মিউজিশিয়ানদের বক্তব্য নিয়ে একটি তথ্যচিত্র।

তবে সবকিছু ছাপিয়ে আয়োজনের চমক হিসেবে ছিলেন সিনেমার তারকারা। দেশের অভিনয়শিল্পী নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন, বুবলী, পরীমনি, মিম, মম, আইরিন, অধরাকে দেখা গেছে এক মঞ্চে।

আর তাদের সঙ্গে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘রকস্টার’ খ্যাত নারগিস ফাকরি।

উইন্ড অব চেঞ্জ দিয়ে বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কৌশিক হোসেন তাপস। এবার তিনি সিনেমা প্রযোজনায় নামছেন। সেজন্য তার ডাকেই হাজির হয়েছেন দেশ-বিদেশের সংগীত ও চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা।

কৌশিক হোসেন তাপস বলেন, ‘আমি সবসময় স্বপ্ন দেখি, স্বপ্নের কোন সীমা নেই। গান নিয়ে স্বপ্ন দেখেছি, এখন চলচ্চিত্র নিয়ে স্বপ্ন দেখছি। দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে চাই। যাতে বাংলাদেশ গর্ব করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে এদেশের সংস্কৃতিঅঙ্গনকেও সমৃদ্ধ করতে চাই। টিএম ফিল্মস ২০২০ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ শুরু করবে। দেশের সব চলচ্চিত্র শিল্পীই আমাদের সিনেমায় কাজের সুযোগ পাবেন বলে আশা করছি।’

বিজ্ঞাপন

মঞ্চে টিম ফিল্মস সম্পর্কে কথা বলার এক পর্যায়ে নারগিস ফাকরিকে উদ্দেশ্য করে উপস্থাপিকা শিনা চৌহানের প্রশ্ন-এরপর কি বাংলাদেশের ফিল্মেও পাওয়া যাবে তাকে? সে উত্তর কৌশলে এড়িয়ে যান নারগিস ফাখরি। বলেন, ‘এ বিষয়টা এখন সিক্রেট থাক, সময় হলেই সব জানতে পারবেন।’

পরবর্তীতে টিএম ফিল্মস এর যাত্রা ঘোষণা করেই নারগিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বললেন, ধরুণ আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? শাকিব খান যেন কৌশলী হয়ে উঠলেন, বললেন, ‘নারগিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্যই কাজ করব।’

বিশ্ব শান্তি দিবসে গান বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আয়োজিত এ কনসার্টের লক্ষ্য ‘মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগানকে আরও সার্বজনীন করে তোলা। সংগীতের মাধ্যমে শান্তিময় একটি পৃথিবীর রচনার লক্ষে গানবাংলা টেলিভিশনের আন্তর্জাতিকমানের সংগীতায়োজন উইন্ড অব চেঞ্জ ইতিমধ্যেই ভূমিকা রেখে চলেছে।

কনসার্টের শুরুতেই বক্তব্য দেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নি। তিনি বলেন, ‘গানের মাধ্যমে আমরা সারা পৃথিবীকে এক সুতোয় বাঁধতে চাই। আমাদেরকে সারাদেশের মানুষ সমর্থন করেছে। শিল্পীরা সমর্থন করেছে। নইলে আমরা এতদূর আসতে পারতাম না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ‘বিশ্বে শান্তির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সংগীত এবং ভালোবাসা। তাপস-মুন্নি শান্তি ছড়িয়ে দেয়ার জন্য সংগীতকে বেছে নিয়েছেন। সংগীতই পারে শান্তির পৃথিবী গড়ে তুলতে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ‘এবার বিশ্ব শান্তি দিবসের শ্লোগান ছিল ‘ক্লাইমেট অ্যাকশন ফর পিস’। বিশ্বময় জলবায়ু পরিবর্তন এখন শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের শিকার। সংগীত এর জন্য সবচেয়ে সুন্দর মাধ্যম হতে পারে। কেননা সংগীতের ভাষা সার্বজনীন।’

কনসার্ট কৌশিক হোসেন তাপস গান বাংলা নারগিস ফাকরি ফারজানা মুন্নি মিউজিক ফর পিস শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর