জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চ। এ উপলক্ষে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক। ছবিটির প্রি-প্রোডাকশনের আলোচনার জন্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মুম্বাই গেছেন তথ্য সচিব আবদুল মালেক।
বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকের প্রকল্পের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু: আ বায়োপিক’। এটিই হতে পারে সিনেমার নাম। তবে মন্ত্রণালয়ের কোনো সূত্র বিষয়টি নিশ্চিত করেননি।
অন্যদিকে বায়োপিকের অনেক কাজ এখনো চূড়ান্ত হয়নি। তাই বিষয়গুলো এগিয়ে নিতে তথ্য সচিব আবদুল মালেক তিন দিনের সফরে গিয়েছেন মুম্বাই। ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। ফিরলেই জানা যাবে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের বা নতুন কোনো সিদ্ধান্ত হয়েছে কি না।
আগেই জানা গেছে, ছবিটি নির্মাণ করবেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটির চিত্রনাট্য করছেন ভারতের অতুল তিউয়ারি। এক সাক্ষাৎকারে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন নভেম্বরে শুরু হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং আর ছবির দৈর্ঘ্য হবে ১৮০ মিনিট বা তিন ঘণ্টা।
২০২০ সালেই ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছিলেন পরিচালক।