Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ছবি মুক্তির পরই ৩০ হাজার বিয়ের প্রস্তাব


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম হৃতিক রোশন। বহুদিন ধরে বলিউডে তার জায়গা ধরে রেখেছেন। উপহার দিয়েছেন জনপ্রিয় সব ছবি।

সম্প্রতি কপিল শর্মার শো-তে গিয়েছিলেন হৃতিক । তো কপিল শর্মার যা অভ্যাস ব্যতিক্রমী প্রশ্ন করে অনুষ্ঠানকে জমজমাট রাখা। সেই শোতেই হৃতিকের কাছে কপিলের প্রশ্ন ছিলো, জীবনে কতবার বিয়ের প্রস্তাব পেয়েছেন? হৃতিকও প্রশ্নের জবাব দিয়েছেন। বলেছেন, তার একটি ছবি মুক্তি পাওয়ার পর ৩০ হাজারেরও বেশি বিয়ের প্রস্তাব পে‌য়েছিলেন বলিউডি এই তারকা।

ছবিটি হৃতিকের ডেব্যু ফিল্ম ছিল। মুক্তি পায় ২০০০ সালে। ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করেছিলেন আমিশা প্যাটেল। হৃতিক-আমিশার সেই ছবি পেয়েছিলো তুমুল জনপ্রিয়তা। ছবি মুক্তির কিছুদিন পরেই সুজানকে বিয়ে করেছিলেন হৃতিক। কিন্তু তারপরেও তার কাছে এসেছিল হাজার হাজার বিয়ের প্রস্তাব।

বিজ্ঞাপন

ছবির নাম ছিল  ‘কহো না প্যায়ার হ্যা’। নিজের প্রথম এই ছবি মুক্তির পরই রাতারাতি তারকা বনে যান হৃতিক রোশন।

৩০ হাজার বিয়ের প্রস্তাব আমিশা প্যাটেল কহো না প্যায়ার হ্যা হৃতিক রোশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর