Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম সপ্তাহে ৪২ প্রেক্ষাগৃহে ‘সাপলুডু’


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রথম ছবি ‘সাপলুডু’। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম অভিনীত ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি সারাদেশে ৪২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

ঢাকায় ছবিটি মুক্তি পাচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, শ্যামলী, মধুমিতা, ব্লকবাস্টার সিনেমাস, ঢাকা ক্যান্টনমেন্ট, বলাকা, পুনম, গীত, আনন্দ, রাজমনি, চিত্রামহল, রানীমহল এবং ঢাকার আশেপাশে কাঁচপুরের চাঁদমহল, সাভার ক্যান্টনমেন্ট, জয়দেবপুরের ঝুমুর,  মানিকগঞ্জের নবীন, কেরানীগঞ্জের নিউ গুলশান, সিনেমা হলে মুক্তি পাবে।

এছাড়া ঢাকার বাইরে ময়মনসিংহে ছায়াবানি, শেরপুরে রূপকথা, মাধবপুরে মাধবী, দিনাজপুরে মডার্ণ, বগুড়ার সোনিয়া, ছালার নিউ রজনীগন্ধ্যা, চট্রগ্রামে আলমাস ও সিনেমা প্লেস, যশোরের মণিহার, বরিশালের অভিরুচি, পটুয়াখালীর তিতাস, ফরিদপুরের বনলতা, খুলনার শঙ্খ ও লিবার্টি, সিলেটের নন্দিতা বিজিবি, মুক্তারপুরের পান্না, কুলিয়ারচরের রাজ, পাবনার রূপকথা, রংপুরের শাপলা ও মানিকগঞ্জের নবীণ সিনেমা হলে দেখা যাবে বহুপ্রতীক্ষিত ‘সাপলুডু’।

বিজ্ঞাপন

এদিকে মুক্তি সামনে রেখে সিনেমাটির প্রচারণা চলছে পুরোদমে। ছবির প্রযোজন ও কেন্দ্রিয় দুই অভিনয়শিল্পী অংশ নিচ্ছেন প্রচারণার কাজে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে।

এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, রুনা খান, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।

সাপলুডু সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর