Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেকে আবেদনময়ী মনে করেন না দিশা পাটানি


২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড দুনিয়ার নতুন সদস্য দিশা পাটানি। হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেই চলে এসেছেন পাদপ্রদীপের আলোয়। তাকে এখন বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী হিসেবে ধরা হয়। তার ভক্তরাও তাই মনে করেন। আর সেকারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো ছবি প্রকাশ পেলে মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে বলিউড ইন্ডাস্ট্রি কিংবা ভক্তরা দিশাকে আবেদনময়ী মনে করলেও তিনি নিজেকে তা মনে করেন না। ভারতের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন এই বলিউড সুন্দরী।

দিশা বলেন, আমি আমাকে কখনোই আবেদনময়ী মনে করি না। আমি বাস্তব জীবনে টমবয়। কিন্তু আমি একটু ভিন্নভাবে ছবি তুলি বলে অনুরাগীরা আমাকে আবেদনময়ী মনে করে। আমি তেমন কিছু না। খুব সাধারন একটি মেয়ে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে আলোচনা জীবনের একটি অংশ। আমি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি। কিন্তু আমি সবসময় মনে করি, ইন্টারনেট ও বাস্তব জীবনের মধ্যে সমন্বয় করা উচিত। আমি নিজেও তাই করি।

দিশা পাটানি অভিনীত ‘মালাঙ’ ছবি রয়েছে মুক্তির তালিকায়। এতে আরও অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। মোহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২০২০ সালে।

আবেদনময়ী দিশা পাটানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর