Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেকে নিয়ে বোমা ফাটালেন কঙ্গনা রানাউত


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৭

মাঝে মধ্যেই অন্যের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে খবরে আসেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। আর সেকারণে তিনি ঠোঁটকাটা বলেও পরিচিত। এবার এই জনপ্রিয় অভিনেত্রী অন্যের সম্পর্কে নয়, নিজের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসলেন। জানালেন নিজের খুব গোপন একটি কথা।

ভারতীয় এক সংবাদ মাধ্যমকে কঙ্গনা জানান, তিনি একটা সময় যৌনতায় আসক্ত ছিলেন। এমন কোন দিন নেই যে তিনি এই জৈবিক কাজটি ছাড়া থেকেছেন।

কঙ্গনা বলেন, প্রত্যেকের জীবনে যৌনতা খুব জরুরী। যখন তুমি যৌন কর্ম করতে চাও তখন অত কিছু ভাবার দরকার নেই। একটা সময় তোমাকে তো কাউকে বিয়ে করতে হবে এবং তার সঙ্গে নিজের জীবন ভাগ করে নেবে। তোমার হাসি, কান্না, সুখ-সবকিছু ভাগ করে নেবে ওই ব্যক্তিটির সঙ্গে।

তিনি আরও বলেন, আমার বাবা-মা যখন শুনলেন আমি যৌনতায় আসক্ত তখন তারা স্তম্ভিত হয়ে গেলেন। প্রচণ্ড অবাক হয়েছিলেন। কারণ আমাদের সমাজে ‘সেক্স’ শব্দটাকে একটু অন্য চোখে দেখা হয়।

কঙ্গনা রানাউতকে সবশেষ দেখা গিয়েছিল ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবিতে। ছবিটি বক্স অফিসে কোনোরকম ব্যবসা করে। তিনি এখন জয়ললিতার বায়োপিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

কঙ্গনা রানাউত যৌনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর