টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব
১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১২
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শন হবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আর এবারের আসরের প্রধান সহযোগী গাজী গ্রুপের অনলাইন নিউজ পোর্টাল ‘সারাবাংলা ডট নেট’। ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের ১৭ তম আসর বসছে এবার।
বাংলাদেশ ও কলকাতার সমসাময়িক ও ধ্রুপদী ধারার ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবারের উৎসবে। ৬ দিনের উৎসবের প্রত্যেকটি সিনেমা দেখা যাবে টিএসসির মূল মিলনায়তনে। সোমবার (১২ ফেব্রুয়ারি) উৎসবের পর্দা উঠবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ প্রদর্শনের মধ্য দিয়ে।
উৎসবে সালমান শাহ, শাকিব খানের সিনেমা যেমন দেখতে পাবেন দর্শকরা, তেমনি দেখতে পাবেন রীনা ব্রাউন, হালদা, খাঁচা, ভুবন মাঝি’র মতো সিনেমাগুলোও। পাশাপাশি কলকাতার শব্দ, আবহমান, মহানগর সিনেমাগুলোও প্রদর্শিত হবে এবারের উৎসবে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) উৎসবের সমাপনী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে সেরা চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৫টা ৩০ মিনিটে হবে উৎসবের উদ্বোধন। এবারের উৎসবের শ্লোগান হচ্ছে- ‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’।
সারাবাংলা/পিএ /পিএম