Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো আছে সালমানের চাহিদা


২ অক্টোবর ২০১৯ ১৪:০৩ | আপডেট: ২ অক্টোবর ২০১৯ ১৪:০৮

বাংলা চলচ্চিত্রের রাজপুত্রখ্যাত সালমান শাহর জন্মদিন ছিল গেলো সেপ্টেম্বর মাসে। জন্মদিন উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহি মধুমিতা সিনেমা হলে আয়োজন করা হয়েছিল সপ্তাহব্যাপী ‘সালমান শাহ উৎসব’। ঢুলি কমিউনিকেশন আয়োজিত এই উৎসব চলে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

সালমান শাহ অভিনীত বাছাইকৃত সাতটি সিনেমা প্রদর্শিত হয়ে এই উৎসবে। বিভিন্ন বয়সের দর্শক সালমান শাহ উৎসবে সিনেমা দেখতে আসেন। সাতদিনব্যাপী এই উৎসবে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সারাবাংলাকে এমন তথ্য জানিয়েছেন মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, সালমান শাহ মারা গেছেন তেইশ বছর হয়ে গেছে। কিন্তু এখনো তার ছবি হলে দেখালে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এবার যে উৎসব হলো সেখানে মানুষের ভিড় প্রমাণ করে সালমানের ছবির চাহিদা এখনো কমেনি।

বিজ্ঞাপন

ইফতেখার উদ্দিন নওশাদ বিস্ময় প্রকাশ করে বলেন, ভাবলে অবাক লাগে, এখনো সালমান শাহর ছবি মানুষ দেখতে সিনেমা হলে আসে। অথচ এ প্রজন্মের অনেক নায়কের ছবি এক মাস চালালেও এক লাখ টাকা ওঠে না।

সালমান শাহ অভিনীত জনপ্রিয় ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হয় উৎসবে। প্রতিদিন একটি সিনেমার চারটি করে শো চলেছে।

সালমান শাহ উৎসব ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর