Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজায় থাকছে শাকিব খানের ‘রাজনীতি’


৩ অক্টোবর ২০১৯ ১৫:৪০

পূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে থাকছেন শাকিব খান। ৪ অক্টোবর থেকে মধুমিতা হলে প্রদর্শিত হবে ‘রাজনীতি’ ছবিটি। বুলবুল বিশ্বাস পরিচালিত ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।

মধুমিতা সিনেমা হলে ৪ অক্টোবর থেকে এক সপ্তাহর জন্য প্রদর্শিত হবে ছবিটি। এ বিষয়ে পরিচালক বুলবুল বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘রাজনীতি সিনেমা মুক্তির পর থেকে বিভিন্ন সময় ছবিটি প্রদর্শিত হয়েছে। তবে পূজা উপলক্ষে ছবিটি আবার প্রদর্শিত হবে জন্য ভালো লাগছে।’

বিজ্ঞাপন

অ্যারো মোশন আর্টস পরিবেশিত এবং আশফাক আহমেদ প্রযোজিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিলো ২০১৭ সালের ২৬ জুন, ঈদুল ফিতর উপলক্ষে।

ছবিতে অয়ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। যিনি মাইক্রোসফটের চাকরি ছেড়ে বাংলাদেশে ফেরত আসেন। শাকিবের বড়ভাই শাকিলের চরিত্রে আনিসুর রহমান মিলন এবং দুজনের ভালোবাসার মানুষ অর্ষা চরিত্রে আছেন অপু বিশ্বাস।

রাজনীতি এবং ভালোবাসার টানাপোরেন নিয়ে এগিয়ে গেছে ছবির কাহিনী।

অপু বিশ্বাস আনিসুর রহমান মিলন বুলবুল বিশ্বাস রাজনীতি শাকিব খান সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর