Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বক্স অফিসে যুদ্ধ বাঁধালো ‘ওয়ার’


৫ অক্টোবর ২০১৯ ১৭:৫৭ | আপডেট: ৫ অক্টোবর ২০১৯ ১৮:০০

‘ওয়ার’ ছবিটি নিয়ে আশাবাদী হওয়ার অনেক কারণ ছিলো। আশাবাদী ছিলেনও অনেকে। কিন্তু হৃত্বিক রোশন আর টাইগার শ্রফের অ্যাকশন ধামাকা দেখার জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়বেন দর্শকরা, এতোটা বোধহয় ভাবেননি ছবির প্রযোজক আর পরিচালকও।

তবে বাস্তবে সেটাই ঘটেছে এবং ঘটে চলেছে। মুক্তির তিনদিনের মাথাতেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিটি ব্যবসা করে নিয়েছে একশ কোটি রুপির ওপরে। আর ছবিটি যেভাবে আগাচ্ছে তাতে এর ভবিষ্যত দারুণ উজ্জ্বল দেখছেন ভারতের চলচ্চিত্র ব্যবসা বিশ্লেষক তরণ আদর্শ। কারণ এমনিতে চলছে পূজা। তারওপরে সামনে বড় ছুটিও আছে। সুতরাং আসছে দিনগুলোতে ‘ওয়ার’ এর দর্শক বাড়বে বৈ কমবে না।

বিজ্ঞাপন

তরণ আদর্শের হিসাব মতে, ওয়ার প্রথম দিনেই আয় করেছে ৫১ দশমিক ৯৬ কোটি, দ্বিতীয় দিনের আয় ২৩ দশমিক ১০ কোটি আর তৃতীয় দিন ঘরে তুলেছে ২১ দশমিক ৩০ কোটি। সব মিলিয়ে অংকটা দাঁড়ায় ৯৬ কোটি রুপি। আর হিন্দি ভাষার বাইরে ভারতের অন্যান্য ভাষা থেকে আয় ৪ দশমিক ১৫ কোটি রুপি। মোটমাট শতকের ঘর পাড়।

ওয়ার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বলিউডের বনেদি ইয়াশ রাজ ফিল্মস। ছবির শতকোটি রুপি ব্যবসা তাদের জন্য ডাল-ভাতের ব্যাপার। তবে তরণ জানিয়েছেন, ওয়ার হচ্ছে ইয়াশ রাজের পাঁচ নম্বর ছবি যেটি তিনদিনের মধ্যে শতকোটির ঘরে ঢুকেছে।

ইয়াশ রাজ ফিল্মস ওয়ার তরণ আদর্শ বক্স অফিস বলিউড

বিজ্ঞাপন

নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড
৭ এপ্রিল ২০২৫ ১৮:৩৪

আরো

সম্পর্কিত খবর