Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোনামহীন দ্বন্দ্ব: এবার আদালতেও হারলেন তুহিন


৬ অক্টোবর ২০১৯ ১২:৪৯ | আপডেট: ৬ অক্টোবর ২০১৯ ১৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল ছেড়ে গেলেও শিরোনামহীন ব্যান্ডের গানের দাবি ছাড়েননি দলটির সাবেক ভোকাল তানযীর তুহিন। বিভিন্ন স্টেজ শোতে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন তাদের গান। তবে শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে এই নিয়ে আপত্তি আছে বিস্তর। সেই আপত্তি থেকেই গেল বছরে কপিরাইট অফিসে বসেছিল শালিস। যেখানে শিরোনামহীনের গান গাইতে তুহিনকে নিষেধাজ্ঞা দেয় কপিরাইট বোর্ড।

কপিরাইট বোর্ডের পর এবার দেওয়ানী আদালতও তুহিনকে শিরোনামহীনের গান গাইতে নিষেধাজ্ঞা দিয়ছিল। চলতি বছরের মার্চ মাসে দায়ের করা ‘শিরোনামহীন ব্যান্ড বনাম আভাস ব্যান্ড মিউজিক’ নামের একটি মামলায় হেরেছেন তুহিন। ঢাকা জেলা জজ আদালতের রায়ে শিরোনামহীনের গান না গাইতে তুহিনের প্রতি বিচারিক আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আদালতের লিখিত রায়ে বলা হয়েছে, ‘শিরোনামহীন ব্যান্ডের কোন গান তানযীর তুহিন ও তার নেতৃত্বাধীন আভাস ব্যান্ড গাইতে পারবে না।’

এ ব্যাপারে শিরোনামহীন ব্যান্ডের আইনজীবী ব্যারিস্টার ইফতাবুল কামাল অয়ন সারাবাংলাকে বলেন, ‘আমরা ৩৩ লাখ টাকা ক্ষতি হয়েছে মর্মে আদালতের কাছে মোকদ্দমা করেছিলাম। সেখানে তুহিন ও তার ব্যান্ডকে শিরোনামহীনের গান গাইতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদালত আমাদের অভিযোগের গুরুত্ব বিবেচনা করে মাত্র ছয় মাসের মধ্যেই এই রায় প্রদান করেছেন।’

আদালতের রায়ের কপি

বিষয়টি নিয়ে জানতে তানযীর তুহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে রায় নিয়ে কথা বলতে আপত্তি জানান। পরে তিনি বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে আমি কোন মন্তব্য করবো না। রায়ের বিরুদ্ধে আমি আপিল করেছি। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি আমার মতো গান করবো।’

ঢাকা জেলা জজ আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় এখনও পর্যন্ত কোন আপিল বা আপত্তি গ্রহণ করা হয়নি। আপত্তি গ্রহণের জন্য অক্টোবর মাসের ২২ তারিখ ধার্য করা হয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে মামলার বাদী শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান বলেন, কপিরাইট বোর্ডের রায় পাওয়ার পর আমরা ভেবেছিলাম তুহিন আইনের প্রতি সম্মান প্রদর্শন করবেন। সেজন্য আমরা চুপচাপ ছিলাম। কিন্তু এরপরও বিভিন্ন স্টেজ শোতে তিনি আমাদের গান গেয়েছেন। ফলে বাধ্য হয়েই মার্চ মাসে আমরা আদালতের দ্বারস্থ হই। এখানেও রায় আমাদের পক্ষে গিয়েছে। আমরা আশা করবো তুহিন আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।’

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবর মাসে শিরোনামহীন ব্যান্ড থেকে বের হয়ে যান দলটির ভোকাল তানযীর তুহিন। সেসময় তার এই সিদ্ধান্ত অবাক করে দেশের ব্যান্ড সংগীতের শ্রোতাদের। পরবর্তীতের শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বেশ সমালোচিতও হন বাংলা এই রক গায়ক।

এরপর ২০১৮ সালে আভাস নামে একটি ব্যান্ড গড়েন তুহিন।

সারাবাংলা/টিএস

কপিরাইট বোর্ড ঢাকা জজ কোর্ট তানযীর তুহিন শিরোনামহীন

বিজ্ঞাপন

মৌমাছির ডানায় ভর করে পৃথিবী
১০ জুলাই ২০২৫ ০৯:৫৩

আরো

সম্পর্কিত খবর