Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গা পূজা উপলক্ষে বিটিভিতে ‘শারদ আনন্দ’


৬ অক্টোবর ২০১৯ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবছর শারদীয় দুর্গা পূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিটিভিতে প্রচার হয় দেবী দুর্গার মহিষাসুর বধের ধর্মীয় কাহিনী নিয়ে নাটক। এবার প্রথমবারের মতো গতানুগতিকতার বাইরে গিয়ে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’।

অনুষ্ঠানটি প্রচার হবে ৮ অক্টোবর রাত ১০ টার ইরেজি সংবাদের পর, বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন সুমন সাহা। তরুণ অভিনেতা মনোজ কুমার ও সংগীতশিল্পী চম্পা বণিকের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠাটি হয়েছে আকর্ষনীয়।

শিশুদের জন্য অন্তরা চৌধুরির গাওয়া একটি দুর্গা পূজার গান দিয়ে শুরু করা হয়েছে অনুষ্ঠানটি। থাকছে দেশে বিদেশের পূজার খবর। তরুণ মডেল জুটি এবং সংগীতশিল্পীরা তাদের জীবনসঙ্গীদের সঙ্গে নিয়ে অংশ গ্রহণ করেছেন ফ্যাশন শোতে।

বিজ্ঞাপন

চন্দনা মজমুদার ও কিরণ চন্দ্র রায়ের লোক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ওয়ারদা রিহাব ও সনি। এ পর্যন্ত বিটিভিতে যাদের দেবী দুর্গা রূপে নাটকে অভিনয় করতে দেখা গেছে তাদের নিয়ে আছে দেবী দের আড্ডা। জনপ্রিয় ব্যান্ড জলেরগান পরিবেশন করেছে নতুন একটি পিঠা পুলির গান।

মজার ঝাল মিস্টি টক শোতে ঢাক ঢোল সঙ্গে নিয়ে নাচতে নাচতে সেটে ঢুকতে দেখা যাবে মুন্নি সাহা, রাহুল রাহা, প্রণব সাহা ও অপু উকিলকে। সংগীতশিল্পী দেবলীনা সুরের এবার পুজোর ‘ও মা দুর্গা মা’ গানের সঙ্গে ঢাক বাজিয়ে নাচতে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরীসহ এক দল নৃত্যশিল্পীকে।

এছাড়াও দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী নিয়ে নাটিকায় অংশ গ্রহণ করেছেন প্রায় অর্ধশত শিল্পী। বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লুৎফর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর