মাথায় পিস্তল ঠেকালেন আইরিন!
১২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪২
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
সকাল বেলা মাথায় পিস্তল ঠেকিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা! মুখ গম্ভীর, চোখে ক্রোধের দৃষ্টি। ভক্তরা তো ভয় পাবেন এটাই স্বাভাবিক। কি হয়েছে আইরিনের? তার কি মন খারাপ?
না, ঘটনা মোটেও এমন না! নিছক মজা করেই ফেসবুকে এমন ছবি দেয়া। আপাতত শফিকুল ইসলাম সোহেল পরিচালিত ‘ভোলা’ ছবির শুটিংয়ে ব্যস্ত আইরিন। এই সিনেমারই একটি দৃশ্যে রয়েছে পিস্তলের ব্যবহার। আইরিন ভাবলেন দৃশ্যধারণের আগে একটি ছবি তুলে রাখা যাক। যেই ভাবনা সেই কাজ। মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে ফেললেন সেলফি।
এই ছবিটির কল্যানে বোঝা গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটা জনপ্রিয় আইরিন। ছবিটির নীচে ভক্তদের প্রায় প্রতিটি মন্তব্যেই প্রকাশ পেয়েছে এই নায়িকার প্রতি ভালবাসা। তবে যারা ছবিটির ‘রহস্য’ বুঝতে পেরেছেন, তারা অবশ্য মজার মন্তব্যও করেছেন।
যাই হোক, ‘ভোলা’ ছবিটির সেকন্ড লটের দৃশ্যায়ন চলছে। ছবিতে আইরিনের সঙ্গে পর্দায় আসবেন বাপ্পী চৌধুরী। এই ছবির আর সামান্য কাজ বাকি। এছাড়াও, ফেরদৌসের নায়িকা হিসেবে এ বছর ‘গন্তব্য’ সিনেমায় দেখা যাবে আইরিনকে। ছবিটি পরিচালনা করেছেন অরণ্য পলাশ।
সারাবাংলা/টিএস