Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাকশনে ভরপুর ‘ডনগিরি’র ট্রেইলার


৮ অক্টোবর ২০১৯ ১২:৩২ | আপডেট: ৮ অক্টোবর ২০১৯ ১২:৪১

দেশের প্রেক্ষাগৃহে আগামী ১৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘ডনগিরি’ সিনেমাটি। ছবির পরিচালক শাহ আলম মন্ডল। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, আনিসুর রহমান মিলন ও এমিয়া এমি নামে একজন নবাগত নায়িকা।

ছবি মুক্তি সামনে রেখে ইউটিউবে ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে। দুই মিনিট ৫৭ সেকেন্ডর এই ট্রেইলারের পুরোটা অ্যাকশন দৃশ্যে ভরপুর। ক্ষমতার লড়াই, সিন্ডিকেট কিংবা রোমান্টিকতা—সব আছে এই ট্রেইলারে।

বিজ্ঞাপন

ছবির পরিচালক শাহ আলম মন্ডল বলেন, এটি একটি মৌলিক গল্পের ছবি। আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি। এই ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রি নতুন নায়িকা পাবে। এছাড়া বাপ্পী ও মিলনের মতো অভিনেতা আছে এই ছবিতে। সবমিলিয়ে মনেকরি ছবিটা খারাপ লাগবে না দর্শকের।

‘ডনগিরি’ ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন যোশেফ শতাব্দী। এই ছবিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসানসহ অনেকে।

ট্রেইলাল দেখুন: 

ডনগিরি সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর