Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকালের খাবারে ব্ল্যাক কফি পছন্দ শাহরুখ খানের


৯ অক্টোবর ২০১৯ ১৭:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড বাদশাহ শাহরুখ খান। অভিনয়ে তিনি জয় করে নিয়েছেন পৃথিবীর দর্শকদের। পাশাপাশি শাহরুখ খানের মজা করার ধরনেও আনন্দ পান সকলেই। তার এই গুণের কথা সবারই জানা।

সম্প্রতি শাহরুখ খান টুইটারে তার ভক্তদের সঙ্গে বসেছিলেন প্রশ্নোত্তর পর্বে। সেখানেই ভক্তদের বিভিন্ন প্রশ্নের মজার মজার উত্তর দিয়েছে কিং খান।

পারভেজ খান নামের এক ভক্ত শাহরুখ খানকে প্রশ্ন করেছেন- শাহরুখ খান, আপনি বলিউডের সাইডলাইনে কেন চলে গেলেন? আপনাকে অনেক মিস করি।

উত্তরে শাহরুখ খান লিখেছেন- হা হা। আমি নিজেই এখন বলিউড। এই উত্তরের মাধ্যমে শাহরুখ খান বলিউডের বর্তমান অবস্থাকে বর্ণনা করেছেন নাকি নিছক মজা করেছেন সেটা নিয়ে ভাবছেন অনেকেই।

বিজ্ঞাপন

শুয়েব আহমেদ খান নামের ভক্ত শাহরুখ খানকে লিখেছেন- শাহরুখ খান, আপনার ‘ডন ৩’র জন্য অপেক্ষা করছি।

সাম্প্রতিক সময়ে শাহরুখ খান পৃথিবীর বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয় থেকে পাচ্ছেন সম্মানসূচক ডিগ্রি। শুয়েবের প্রশ্নকে এই বিষয়ের সঙ্গে মিলিয়ে শাহরুখ উত্তরে লেখেন- আমার মনে হয় আমার ‘ডক ফাইভ’ নামের একটি সিনেমা করা দরকার।

হয়ত অনেকবার প্রশ্ন করে উত্তর না পেয়ে ভক্ত ভিরাজ সিং লিখেছেন- স্যার, ইচ্ছে হলে গালি দাও, তবু উত্তর তো দাও।

শাহরুখের জবাব, খুব লোভনীয় প্রস্তাব। কিন্তু খারাপ ব্যবহার করে কেন করতে বলছ। ভালো ব্যবহার করতে তো আর খরচ হয় না।

ফাইজার রাজা খান প্রশ্নে লিখেছেন- শাহরুখ, বর্তমান সময়ে আপনার রুটিন কী?

শাহরুখ বলেছেন, ‘কোনো রুটিন না থাকাটাই এখন রুটিন’।

ফাইজান রাজা খানের প্রশ্ন- শাহরুখ খান, সকালের খাবার হিসেবে আপনার সবচেয়ে পছন্দের খাবার কী?

শাহরুখ জানিয়েছেন, ব্ল্যাক কফি।

বলিউড ব্ল্যাক কফি শাহরুখ খান সকালের খাবার