Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসায় হারাবেন আসিফ-নদী


১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। কী করবেন কণ্ঠশিল্পী আসিফ ও নদী? তারা নাকি হারিয়ে যাবেন ভালোবাসায়। এমনটাই বলেছেন তারা গানে গানে।

ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রকাশ হয়েছে আসিফ-নদী’র দ্বৈত গান ‘আজ হারাবো’ । শনিবার (১০ ফেব্রুয়ারি) কণ্ঠশিল্পী আসিফের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এআরবি এন্টারটেইনমেন্ট’-এ প্রকাশ পায় গানটি।

মাহমুদ জুয়েলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। মিউজিক ভিডিও পরিচালনা করছেন ইয়ামিন এলান।

গানটি নিয়ে আসিফ জানালেন, গানটিতে চমক রয়েছে। কথায় কথায় আরো জানান, ভালোবাসা দিবস ঘিরে অনেক আয়োজন রয়েছে তার। রেকর্ডিং আর শুটিংয়ের ব্যস্ততায় কাটছে সময়।

বিজ্ঞাপন

কণ্ঠশিল্পী নদী বলেন, ‘ভালোবাসা দিবসে বেশ কিছু গানই করা হয়েছে। এর মধ্যে আজ হারাই গানটি অন্যতম।’

গানটি শুনুন এখানে:

আসিফ নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর