খুলনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুহীন চৌধুরী প্রয়াত
১২ অক্টোবর ২০১৯ ১৫:০৬
প্রয়াত হলেন খুলনার জনপ্রিয় সংস্কৃতিক ব্যক্তিত্ব তুহীন চৌধুরী। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর উত্তরার খালপাড় কার্ডিওলজি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন তার ভাগ্নী আফিফা খান রিমি।
রিমি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হার্ট অ্যাটাক করেন তুহীন চৌধুরী। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন। রাখেন ৭২ ঘন্টা পর্যবেক্ষনে।
আরও পড়ুনঃ শাজেদুর হলেন সেরা বাংলাবিদ
তিনি জানান, তাকে ল্যাব এইডে স্থানান্তর করার কথা থাকলেও সংকটাপন্ন অবস্থার কারণে সেটা আর সম্ভব হয়নি।
এদিকে তার লাশ খুলনায় নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। তবে কখন ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওয়ানা দেবেন সেটা এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবার এখনো সিদ্ধান্ত নিতে পারেনি।
তুহীন চৌধুরী খুলনার জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি খুলনার সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত। প্রযোজনা করেছেন নাটক। এছাড়া তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।
উল্লেখ্য, তিনি কয়েকদিন আগে ঢাকায় আসেন পরিচালক সঞ্জয় সমদ্দারের একটি নাটকে অভিনয় করার জন্য। নাটকের শুটিং ঠিকমতো শেষও করেন। তারপর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুনঃ
. জিফাইভ-এর জন্য রবিকে এমআইবি’র উকিল নোটিশ
. নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নানজিবা তোরসা