Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিতে উকিল নোটিশ


১৫ অক্টোবর ২০১৯ ২১:৪১

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত করতে নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন শিল্পী সমিতির সাবেক দুই সদস্য মো. সোহেল খান ও মো. হোসেন লিটন। তাদের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম মোহাম্মদ সাইফুর রহমান।

উকিল নোটিশে নির্বাচন স্থগিতের ৯টি কারণ দেখানো হয়েছে। তার মধ্যে রয়েছে— নিয়ম বহির্ভূতভাবে ভোটার তালিকা থেকে সদস্যদের বাদ দেওয়া; গঠনতন্ত্রের তোয়াক্কা না করে শিল্পীদের ভোটার তালিকায় জায়গা করে দেওয়া; মো. সোহেল খান ও মো. হোসেন লিটন পূর্ণ সদস্য হওয়ার পরও তাদের নতুন ভোটার তালিকায় নাম না দেওয়া।

বিজ্ঞাপন

উকিল নোটিশে আরও বলা হয়, এইচ আর অন্তর ও আরিয়ান শাহ একটি এবং শ্রাবণ নামের একজন অভিনেত্রী দু’টি সিনেমা করলেও তাদের পূর্ণ সদস্যপদ দেওয়া হয়েছে। অথচ ১০টিরও বেশি সিনেমায় অভিনয় করার পরও সোহেল খান ও হোসেন লিটনের সদস্যপদ বাতিল করা হয়। শুধু তাই নয়, জনপ্রিয় অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নামও ভোটার তালিকায় নেই।

‘বিশেষ কারণে’ গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটি ভোটার তালিকায় তাদের নাম অপসারণ করেছে বলে উল্লেখ করা হয় নোটিশে।

উকিল নোটিশে ইলিয়াস কাঞ্চনকে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তা না করলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন গোলাম মোহাম্মদ সাইফুর রহমান।

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন উকিল নোটিশ হাতে পাননি বলে জানিয়েছেন। তিনি বলেন, নোটিশ হাতে পেলে তারপর পরববর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ১৮ অক্টোবর চলচ্চিত্র সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করে তফসিল ঘোষণা করা হয়। পরে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানান, একসপ্তাহ পিছিয়ে ২৫ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

শিল্পী সমিতির নির্বাচন: মনোনয়ন কিনল দুই প্যানেল

অবশেষে জানা গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ

আইনি নোটিশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর