Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই দিনে মুক্তি পাচ্ছে আলোচিত দুই ছবি


১৭ অক্টোবর ২০১৯ ১৫:৪১

হলিউডের আলোচিত দুই ছবি ‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অব ইভিল’ এবং ‘জম্বিল্যান্ড: ডাবল ট্যাপ’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ১৮ অক্টোবর। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে ছবি দু’টি।

প্রায় পাঁচ বছর পর নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির। ২০১৪ সালে মুক্তি পাওয়া ডিজনির ছবি ‘ম্যালেফিসেন্ট’-এর সিক্যুয়াল ‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অব ইভিল’ নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। ছবির ট্রেলারে ভয়ঙ্কররূপে দেখা গেছে তাকে। মাথায় শিং আর দুই ডানা নিয়ে বড় পর্দায় ফের জাদু দেখাবেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ  ‘ভোট–রাজনীতি’ চর্চায় শিল্পীরা


১৯৫৯ সালে ফরাসি লেখক চার্লস পেরোর ‘দ্য স্লিপিং বিউটি’ অবলম্বনে নির্মিত হয়েছিলো ‘স্লিপিং বিউটি’ ছবিটি। ৫৫ বছর পর ২০১৪ সালে দর্শকদের সামনে আসে এর রিমেক চলচ্চিত্র ‘ম্যালেফিসেন্ট’। সিনেমাটির গল্পে দেখা যায়, জনপ্রিয় কল্পকথা স্লিপিং বিউটি বা ঘুমন্ত সুন্দরীর কাহিনী। সেই ঘুমন্ত পরীকে সবাই ভুল বোঝে। রাজকন্যা অরোরা এবং এমন একটি রাজ্যের রাজার সঙ্গে তার সম্পর্ক দেখানো হয় যে রাজ্যের মূলে রয়েছে ভয়ংকর সব ঘটনা।

এবারের ছবিতে দেখা যাবে, রাজপুত্র ফিলিপ রাজকন্যা অরোরাকে বিয়ের প্রস্তাব দেয় এবং রাজকন্যা প্রস্তাবটি গ্রহণ করে। এরপর ম্যালেফিসেন্টের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ফিলিপসের মা ইনগ্রিথ পরিকল্পনা করে এই বিয়ের মধ্য দিয়েই মানবজাতি ও পরীদের মধ্যে সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যাবে। অভিনয়ের পাশাপাশি এবারের ছবিতে সহ-প্রযোজক হিসেবে আছেন জোলি।

অন্যদিকে এক দশক পর আসছে ‘জম্বিল্যান্ড’-এর সিক্যুয়াল। পুরো আমেরিকা আসলে জম্বিদেরই দেশ- এরকম কাহিনী নিয়ে নির্মিত ‘জম্বিল্যান্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০০৯ সালে। প্রায় এক দশক পর দর্শকদের সামনে আসছে এ সিনেমার সিক্যুয়াল ‘জম্বিল্যান্ড: ডাবল ট্যাপ‘। প্রথম ছবির পরিচালক রুবেন ফ্লেচারই এ ছবি পরিচালনা করেছেন। আগের ছবির মত এ ছবিতেও থাকছেন অস্কার মনোনীত অভিনেতা উডি হ্যারেলসন, জেসি আইজেনবার্গ, এবিগেইল ব্রেসলিন ও অস্কারজয়ী এমা স্টোন। হলিউডের এখন পর্যন্ত সবচাইতে ব্যবসাসফল জম্বি সিনেমা ‘জম্বিল্যান্ড’।

বিজ্ঞাপন

কয়েকমাস ধরে আমেরিকার গবাদিপশুর মধ্যে একটি অদ্ভুত রোগ ছড়িয়েছে, যার কোন প্রতিষেধক পাওয়া যায় না। বরং রোগটি মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে এবং আক্রান্ত মানুষেরা যাকেই কামড় দিচ্ছে সে একই রোগে আক্রান্ত হচ্ছে। এমন অবস্থায় কলেজছাত্র কলম্বাস রওনা দেয় ওহাইওতে। তার বাবা মা বেঁচে আছে কি না দেখার জন্য। তখন তার পরিচয় ঘটে টালাহাসি নামের আরেকজন লোক এবং দুইবোন উইচিতা ও লিটল রকের সঙ্গে, যাদের প্রত্যেকেই এই ভয়ঙ্কর রোগের হাত থেকে বেঁচে থাকার জন্য লড়াই করছে। মূলত এই চারজনকে নিয়েই এগিয়ে যায় ‘জম্বিল্যান্ড’-এর কাহিনী।


আরও পড়ুনঃ

.   এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা: এ ডটারস টেল’

.   আসাদুজ্জামান নূরের নতুন আবৃত্তির অ্যালবাম


 

জম্বিল্যান্ড: ডাবল ট্যাপ ম্যালেফিসেন্ট: মিসট্রেস অব ইভিল সিনেমা হলিউড

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর