Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত@বাংলাদেশ ২.০’ আর্ট ক্যাম্প


১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৩

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

‘ভারত@বাংলাদেশ ২.০’ শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আর্ট ক্যাম্প। ভারতীয় হাই কমিশন ও জাবি চারুকলা বিভাগের সহযোগিতায় ক্যাম্পটি চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত শিল্পকলা প্রতিষ্ঠান থেকে মনোনীত ৫০ জন শিল্পী এ ক্যাম্পে অংশ নেবেন।আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারীরা ‘ভারত@৭০: গত ৭০ বছরে ভারতের উন্নতি’, ‘স্বাধীনতা যুদ্ধে বন্ধুত্বের বিজয়’, ‘ধর্ম যার যার, উৎসব সবার’, এবং ‘মৈত্রী’ এই ৪টি বিষয় থেকে উপবিষয় নির্বাচন করতে পারবেন।

প্রখ্যাত শিল্পী ও শিল্পবোদ্ধাদের একটি বিচারক প্যানেল চিত্রকর্ম নিরীক্ষা করে বিজয়ীদের পুরস্কৃত করবেন। ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ বিকেল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিজীয়দের হাতে পুরস্কার তুলে দেবেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সারাবাংলা/টিএস/পিএ

আর্ট ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর