Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ুষ্মানের সমাজসেবা


২২ অক্টোবর ২০১৯ ১১:৪৫

আয়ুষ্মান খুরানা (ছবি: Santabanta)

ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন বলিউডে জায়গা করে নেওয়ার জন্য দীর্ঘদিন লড়াই করা আয়ুষ্মান খুরানা। এখন বইছে সুবাতাস। ছবি হিট হচ্ছে। একের পর এক নতুন ছবির প্রস্তাব আসছে। পাচ্ছেন বড় বড় এওয়ার্ড শো উপস্থাপনার দায়িত্ব। আর গান তো আছেই।

বলিউডের এই মাল্টি ট্যালেটেন্ড তারকার পালকে যুক্ত হচ্ছে নতুন দায়িত্ব। শিশুদের ওপর যৌন নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন আয়ুষ্মান খুরানা। ভারত সরকার এবং ইউনিসেফ থেকে যৌথভাবে আয়ুষ্মানকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। পরপর হিট এবং ‘আর্টিকল ফিফটিন’-এর মতো সচেতনতামূলক ছবি করার পরে আয়ুষ্মান সম্পর্কে দর্শকের মনে ইতিবাচক ধারণা জন্মেছে। সেটাকেই কাজে লাগাতে চাইছে ভারতীয় সরকার এবং ইউনিসেফ।

বিজ্ঞাপন

এ ধরণের দায়িত্ব পেয়ে খুশি আয়ুষ্মানও। তার কথায়, ‘‘সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব শিশুদের ওপর যৌন নির্যাতনের প্রতিবাদ করা। প্রতিরোধ করা। মানুষকে এ বিষয়ে আরও সচেতন করতে হবে।  আইনে অপরাধীদের কড়া শাস্তির বিধান রয়েছে। মানুষের এসব জানা উচিত।’

আয়ুষ্মান খুরানা ইউনিসেফ বলিউড সমাজ সেবা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর