Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যথা ভুলতে শ্রীলংকায় সারা


২২ অক্টোবর ২০১৯ ১৪:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথিত আছে, বলিউড সেলেবদের প্রেম নাকি পদ্ম পাতার জল। একটু এদিক সেদিক হলেই তারা সম্পর্কের বেলায় ‘ব্রেকআপ’ শব্দটি জুড়ে দেন।

আর দশটা সাধারণ মানুষের মতো তারা সম্পর্কের ভাঙনে ভেঙে পড়েন না। মুষড়ে যান না কিংবা সিনেমার নায়িকাদের মতো কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলেন না। বরং তারা অতীত ভুলতে কাজের অবসর নেন। বেড়িয়ে আসেন দেশ ছেড়ে বিদেশে।

হালের বলিউড ক্রেজ সারা আলী খানও তাই করলেন। আরেক বলিউড তারকা কার্তিক আরিয়ানের সাথে কয়েকমাস ডেট করেছেন সারা। তারপর হঠাৎ উভয়ে ব্যস্ততার কারণ দেখিয়ে প্রেমের সম্পর্কের ইতি টানেন তারা।

সারা এখন শ্রীলংকায় বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছেন। তবে তিনি একা নন, কাছের বন্ধুদের নিয়ে শ্রীলংকার মনোরম জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।

বিজ্ঞাপন

ফিল্মফেয়ার জানিয়েছে, কার্তিক আরিয়ানের সাথে প্রেমের সম্পর্ক ইতি টানার পর তিনি নিজেকে মানসিকভাবে চাঙ্গা রাখতে শ্রীলংকা ঘুরছেন।

এদিকে সারার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর কার্তিক আরিয়ান এখন ঘনিষ্ঠভাবে মিশছেন অন্যন্যা পাণ্ডের সাথে। যদিও কার্তিকের দাবি, অনন্যা কেবলই তার ভালো বন্ধু।

কার্তিক আরিয়ান সারা আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর