Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিস ইউনিভার্সের মুকুট শীলার মাথায়


২৪ অক্টোবর ২০১৯ ০০:১৪

প্রতীক্ষার অবসান ঘটলো, সব জল্পনা-কল্পনা শেষে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট উঠলো ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শীলার মাথায়। আর সেই মুকুট তাকে পরিয়ে দিলেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স বলিউড তারকা সুস্মিতা সেন। এ বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সুন্দরী প্রতিযোগিতার বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শীলা।

প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ হয়েছেন আলিশা ইসলাম, সেকেন্ড রানার-আপ হয়েছেন জেসিয়া ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’-এর চূড়ান্ত পর্বের আয়োজন শুরু হয়। সেরা ১০ প্রতিযোগী অংশ নেন এই পর্বে। সুস্মিতা সেনসহ অন্য বিচারকরা চুলচেরা বিশ্লেষণের পর শীর্ষ তিন প্রতিযোগীর নাম ঘোষণা করেন।

চূড়ান্ত পর্বে আয়োজক, বিচারক ও ১০ শীর্ষ প্রতিযোগী ছাড়াও উপস্থিত ছিলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে, গত ১৫ অক্টোবর গুলশানের আমিশে ফাইন জুয়েলারি ফ্ল্যাগশিপ স্টোরে অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশের ক্রাউন (টিয়ারা) উন্মোচন। ক্রাউন উন্মোচন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ এর বিচারক তাহসান খান, কানিজ আলমাস, আমিশের বিজনেস প্রধান রোকেয়া সুলতানা, রিজওয়ান বিন ফারুক, চেয়ারম্যান, মিস ইউনিভার্স বাংলাদেশ ও মিস ইউনিভার্স বাংলাদেশের শীর্ষ ১০ প্রতিযোগী।

ছবি: আশীষ সেনগুপ্ত

টপ নিউজ মিস ইউনিভার্স মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শীলা

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর