Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন: মৌসুমীর ৮ দফা ইশতেহার


২৪ অক্টোবর ২০১৯ ১৪:২৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ১৪:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিন পরেই অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি–বার্ষিক নির্বাচন। নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচন করছেন চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচন সামনে রেখে এফডিসিতে মৌসুমী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে প্রচারনায় তিনি কোনও ইশতেহার তুলে ধরেননি। আজ ৮ দফা ইশতেহার প্রকাশ করলেন মৌসুমি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে মৌসুমী তার ৮ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

মৌসুমীর ঘোষিত ইশতেহারগুলো হলো যথাক্রমে—শিল্পীকে তার আত্মসম্মানের জায়গায় দেখতে চাই। শিল্পী সমিতির অফিসিয়াল ডিজিটাল পদ্ধতির আওতায় আনা। যাতে শিল্পী সমিতির সকল কার্যক্রম এবং সম্মানিত সদস্যদের ডাটাবেজ ওয়ান ক্লিকের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয়। শিল্পী সমিতির নামে একটি ইউটিউব চ্যানেল খোলা।

বিজ্ঞাপন

শিল্পী সমিতির থেকে ওয়েব সিরিজ তৈরি করা হবে। তা থেকে লাভের সম্পূর্ণ অংশ শিল্পী সমিতির তহবিলে প্রদান করা হবে। এছাড়া, এতে অভিনয়ের জন্য পারিশ্রমিক পাবেন শিল্পীরা। পাশাপাশি চলচ্চিত্রের বর্তমান দুরাবস্থা থেকে মুক্তি এবং চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার জন্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের এবং প্রযোজক ও পরিচালক সমিতির যেসব কার্যক্রম গ্রহণ করেছেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করা। শিল্পীদের সহযোগিতা এবং সম্মন্বয়ে প্রতি বছর একটি করে এক্সিবিশন করা। তারকাদের স্বাক্ষর ছবিসহ মগসহ বিভিন্ন স্যুভেনির বিক্রি করে শিল্পী সমিতির তহবিল বাড়ানো।

সংবাদ সম্মেলনে কথা বলছেন মৌসুমী। ছবি: আশীষ সেনগুপ্ত

সংবাদ সম্মেলনে কথা বলছেন মৌসুমী। ছবি: আশীষ সেনগুপ্ত

এছাড়া মৌসুমির ৮ দফা ইশতেহারের মধ্যে আছে বয়স্ক ভাতা চালু করা। বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান ও ব্যক্তিগত দাতাদের নিকট থেকে ফান্ড কালেক্ট করে আলাদা একটি অ্যাকাউন্ট করে বয়স্ক ভাতা পরিচালনা করা। স্বল্প আয়ের শিল্পীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে হস্তশিল্পী বা কুটির শিল্প প্রতিষ্ঠান তৈরি করা।

ইশতেহার ঘোষণার পর মৌসুমী সাংবাদিকদের জানান, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তবে নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ইশতেহার পাঠ শেষে চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা বলেন, আমার প্রতিপক্ষ পরাজিত হবে এই আশঙ্কায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের অনুরোধ করব এদিকে সজাগ দৃষ্টি রাখতে।

উল্লেখ্য, শুক্রবার (২৫ অক্টোবর) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মৌসুমীর প্রতিপক্ষ মিশা সওদাগর। এবার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন।

ইশতেহার চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন মৌসুমী

বিজ্ঞাপন

নেইমারের গোলে সান্তোসের জয়
১৭ জুলাই ২০২৫ ১২:১৬

আরো

সম্পর্কিত খবর