শৃঙ্খলা ফেরাতে টেলিভিশন নাটকে নতুন নীতিমালা করেছে চার সংগঠন
২৮ অক্টোবর ২০১৯ ১৪:১১
টেলিভিশন নাটকের শৃঙ্খলা ও মান ফেরাতে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। এখন থেকে সংগঠনের অনাপত্তিপত্র ছাড়া কোনো অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকার নাটকের সাথে যুক্ত হতে পারবেন না।
সম্প্রতি এ সম্পর্কিত ৪ দফা নীতিমালা প্রকাশ করেছে টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত চারটি সংগঠন- টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন নাট্যকার সংঘ।
নীতিমালাগুলো হলো—আগামী ১ নভেম্বর ২০১৯ তারিখ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলমান নাটক নির্মাণের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে।
সংগঠনের সদস্য নন এমন কেউ নাটক নির্মাণের সাথে যুক্ত হতে চাইলে তাকে অবশ্যই সংশ্লিষ্ট সংগঠনের প্রাথমিক সদস্যপদ নিতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্য নন এমন কারও সাথে আন্তঃসংগঠনের সদস্য; শিল্পী, পরিচালক,প্রযাজক, কলাকুশলী ও নাট্যকার উক্ত কাজের সাথে যুক্ত হতে পারবেন না।
এছাড়া নাটকের সঙ্গে জড়িত শিল্পী-কলাকুশলীদের সর্বোচ্চ কর্মঘন্টা হবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। নীতিমালায় আরও বলা হয়েছে, যদি উল্লেখিত শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আন্তঃসংগঠন ব্যবস্থা গ্রহণ করবে।