Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও রণবীর সিংয়ের ওপর ভরসা রাখছেন বানসালি


২৯ অক্টোবর ২০১৯ ১৪:৪৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১৫:১৩

দীপাবলিতে বেশ ঘটা করে নতুন সিনেমার ঘোষণা দেন বলিউড হিট মেশিন সঞ্জয় লীলা বানসালি । ছবির নাম ‘বাইজু বাওরা’। ছবির সম্ভাব্য মুক্তির তারিখ ঘোষণা করা হয় ২০২১ সালের দীপাবলিতে।

তবে এখনই ছবির কাজে হাত দিচ্ছেন না তিনি। নির্মিতব্য ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ ২০২০ সালের ১১ সেপ্টেম্বর মুক্তির পর ছবির ঘোষিত ছবির কাজে হাত দেবেন।

এদিকে বলিউড হাঙ্গামা জানিয়েছে, বানসালি তার সিনেমায় অভিনয়ের জন্য রণবীর সিংকে প্রস্তাব দিয়েছেন। বানসালির অত্যন্ত প্রিয় একজন অভিনেতা রণবীর। এর আগে সবশেষ বানসালির ‘পদ্মাবত’ ছবিতে অভিনয় করেছিলেন রণবীর।

সূত্র জানিয়েছে, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সংবেদনশীল, অ্যাকশনধর্মী সিনেমা। যৌনপল্লীর নানা অন্ধকার দিক এই ছবিতে দেখা যাবে। আর ‘বাইজু বাওরা’ গান নির্ভর সিনেমা। এখানে বাইজু বাওরা নামে এক মেধাবী ধ্রুপদী গায়ক ও সুরকারের জীবন কাহিনী উঠে আসবে। এই ছবিতে বাইজু বাওরার চরিত্রে বানসালির প্রথম পছন্দ রণবীর সিং।

তবে বানসালির প্রস্তাবেরে পর রণবীর রাজি হয়েছেন কিনা—সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু জানা গেছে এই ছবিতে কেন্দ্রিয় নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াংকা চোপড়াকে।

বাইজু বাওরা রণবীর সিং সঞ্জয় লীলা বানসালি

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর