Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপালী লালু


৩১ অক্টোবর ২০১৯ ১১:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের রাজনীতিবিদদের মধ্যে লালুপ্রসাদ যাদব একটি উল্লেখযোগ্য নাম। বিহারের সাবেক এই মূখ্যমন্ত্রী নানা কারণেই আলোচনায় ছিলেন এবং এখনও আলোচনায় আছেন। তার জীবন সত্যিকার অর্থেই বর্ণময়। এবার রূপালী পর্দায় দেখায় যাবে লালুপ্রসাদের সেই জীবন। বড় পর্দায় আসছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের জীবনী।

ছবির নাম ঠিক করা হয়েছে লালুর দল বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রতীক লণ্ঠন কে মাথঅয় রেখে। প্রতীকী চিহ্নের সঙ্গে সামঞ্জস্য রেখেই ছবির নাম রাখা হয়েছে, ‘ল্যানটার্ন’।

ভোজপুরী এই ছবিতে লালুর জীবন বর্ণময় জীবনের নানা ঘাত-প্রতিঘাত আর ওঠা-নামার গল্প বলবে। শুধু রাজনৈতিক জীবনই নয়, ওই বর্ষীয়ান নেতার ব্যক্তিগত জীবনও তুলে ধরা হবে ওই ছবিতে, এমনটাই জানাচ্ছেন ভোজপুরী অভিনেতা যশ কুমার। ছবিতে লালুর নামভূমিকায় দেখা যাবে তাকে।

বিজ্ঞাপন

লালুর স্ত্রী রাবড়ি দেবীর ভূমিকায় অভিনয় করবেন স্মৃতি সিংহকে। ছবির শুটিং হবে বিহার এবং গুজরাতের বিভিন্ন জায়গায়।আর ছবি মুক্তির সম্ভাব্য সময় আগামী বছরের ফেব্রুয়ারি।

বায়োপিক মুভি লালুপ্রসাদ যাদব